Tuesday, November 11, 2025
Latestদেশ

বারামুলায় অনুপ্রবেশের চেষ্টা, খতম ২ জঙ্গি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। নৃশংস হামলার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের বড়সড় জবাব দিল ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরির সারজীবন এলাকায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে দু’জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, এদিন সকালে বারামুল্লার উরি নালায় সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুই থেকে তিনজন জঙ্গির একটি দল। সেই সময় এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সঙ্গে শুরু হয় গুলিবিনিময়। তখনই নিহত হয় ২ জঙ্গি।

চিনার কর্পস X হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, “বারামুল্লায় অনুপ্রবেশ রুখে দেওয়া হয়েছে। দুই জঙ্গিকে খতম করা হয়েছে। অভিযান এখনও চলছে।”

প্রচণ্ড গুলির লড়াইয়ের শেষে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধ সরঞ্জাম উদ্ধার করেছে। সেনা সূত্রে আরও জানানো হয়েছে, গোটা এলাকা ঘিরে রেখে এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, কারণ আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ।

প্রসঙ্গত, মঙ্গলবার পহেলগাঁওয়ে নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জন মানুষকে হত্যা করে জঙ্গিরা। সেই ঘটনায় গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। সেনার এই পাল্টা প্রতিরোধে উপত্যকায় জঙ্গি তৎপরতার বিরুদ্ধে বার্তা দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।