Sunday, April 28, 2024
রাজ্য​

ওড়িশার হাসপাতালে মৃত্যু হলো এগরা বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার ৯ জন মৃত্যু হয়েছে। এতে আহত হন ভানু বাগও। অগ্নিদগ্ধ অবস্থাতেই ওড়িশা পালিয়ে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে মৃত্যু হলো তার।

এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগ। তাকে বৃহস্পতিবার ওড়িশার হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ।

বিস্ফোরণের জেরে তার শরীরের ৭০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল। বিস্ফোরণে দগ্ধ ভানু এগরা থেকে বাইক চালিয়ে প্রায় ২৫০ কিলোমিটার পেরিয়ে ওড়িশা পালিয়ে যান।

পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তার ছেলেকে হেপাজতে নেওয়া হবে। এগরা বিস্ফোরণ কান্ডে ভানু, তার ছেলে ও ভাইপোকে মূল অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।