Sunday, May 5, 2024
দেশ

কন্যাকুমারিতে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভাঙচুর, তীব্র উত্তেজনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) কন্যাকুমারিতে ছত্রপতি শিবাজি মহারাজের (Chhatrapati Shivaji) মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। রবিবার বিকালে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন প্রতিবাদীরা। তারা দোষীদের কঠোর শাস্তির দাবি করেন।

জানা গেছে, শনিবার গভীর রাতে কন্যাকুমারির কুল্লিটুরাইয়ের কাছে অবস্থিত ভাট্টাভিলাই এলাকায় ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদীরা। দোষীদের গ্রেফতারির দাবি জানান তাঁরা।


এপ্রসঙ্গে কন্যাকুমারির পুলিশ সুপার হরি কিরণ প্রসাদ বলেন, ‘একটি মামলা দায়ের করা হয়েছে। একটি দল গঠন করা হয়েছে। কি ঘটেছে তা জানার চেষ্টা করছি। এর পিছনে কোনও দুষ্কৃতীর হাত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।’