Friday, May 3, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশ : কোরান শরীফ নিয়ে ফেসবুকে কমেন্ট করায় গ্রেফতার হিন্দু যুবক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলায় কোরান শরীফ অবমাননার অভিযোগে গ্রেফতার এক হিন্দু যুবক। ওই যুবকের নাম জীবন কুমার রায় (২২)। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় ওই যুবকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডিমলা থানার পুলিশ।

অভিযোগ, ফেসবুকে একটি পোস্টের কমেন্টে কোরান শরীফ ভুল বলে মন্তব্য করেন ওই যুবক। তার সেই কমেন্টের স্ক্রিনশট দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে রমজান মাসে মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরেই ডিমলা থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, ফেসবুকে কোরান শরীফ নিয়ে কমেন্ট করায় জীবন রায় নামের এক যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত যুবক ডিমলা ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত বিশ্বদেব রায়ের ছেলে।

ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো আমরা।