Wednesday, November 26, 2025
কলকাতা

‘কেউ সংসার করছে, কেউ বাবা-মাকে দেখছে, হঠাৎ চাকরি গেলে খাবে কি?’, সওয়াল মমতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদালতের নির্দেশে চাকরি গিয়েছে ভুয়ো শিক্ষক, গ্রুপ-ডি কর্মীদের। এবার প্রকাশ্যেই চাকরি হারাদের হয়ে সওয়াল করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর মতে, ‘যারা অন্যায় করেছে তাদের কঠোর শাস্তি হোক। কিন্তু নির্দোষরা যেন দোষের ভাগীদার না হয়। আইন মেনে তাদের চাকরি ফিরিয়ে দিন।’

পাশাপাশি, যারা চাকরি হারাচ্ছেন তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার পক্ষেও সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘জেনে শুনে কখনও অন্যায় করিনি। ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারের চাকরি খাইনি, তোমরা কেন খাচ্ছ? এখন রোজ কথায় কথায় তিন, চার হাজার চাকরি বাদ যাচ্ছে। সবাই তো তৃণমূল সরকারের ক্যাডার নয়।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খবরের কাগজে দেখলাম কেউ কেউ সুইসাইড করেছে৷ যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমার তাদের জন্য কোনও দয়ামায়া নেই৷ কেউ হয়তো চাকরি করে সংসার করেছে, বাবা-মাকে দেখছে। হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কী? কথায় কথায় চাকরি খাবেন না।’