Wednesday, June 26, 2024
রাজ্য​

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেফতার ৭ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ অব্যাহত। এবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৭ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৪জন নারী, ৩ জন পুরুষ ও এক শিশু রয়েছে।

জানা গেছে, বুধবার RPF কর্মীরা সম্বলকান্তি এক্সপ্রেস থেকে ৭ জন রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীকে আটক করে। আরপিএফ সঙ্গে সঙ্গে জিআরপিকে খবর দেয়। এরপর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীরা হলেন- জুবেরা বেগম, রেহেনা আক্তার, আছিয়া বেগম, হাসিনা বেগম, নুর হাকিম, সাদ্দাম হোসেন ও আজনুর। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানায়, তারা বাংলাদেশের কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করত। এক এজেন্টের সাহায্যে তারা কয়েকদিন আগে ভারতে প্রবেশ করে। 

তারা আরও জানায়, তারা ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। সেখান থেকে একটি ভাড়া গাড়িতে আসামের বদরপুর রেলস্টেশনে পৌঁছান তারা। সেখান থেকে তারা সম্বলকান্তি এক্সপ্রেসে ওঠেন। তারা ভারতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছিলেন। শিলিগুড়ি টাইমস