Saturday, April 20, 2024
Latestদেশ

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়লে ৫ বছরের জেল, কড়া ঘোষণা রেলের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন বন্দে ভারত। তবে বন্দে ভারত ট্রেন চালুর পর একাধিকবার ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এবার নড়েচড়ে বসলো ভারতীয় রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দক্ষিণ-মধ্য রেল এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে।

ট্রেনে পাথর ছোড়া ফৌজদারি অপরাধ। রেলের আইনের ১৫২ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই ধারায় বলা হয়েছে, এই অপরাধে অভিযুক্তদের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।

আরপিএফ সূত্রে খবর, বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একাধিক মামলা দায়ের করা হয়েছে।