শান্তি আলোচনার মাঝেই উত্তপ্ত আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত, নিহত ৫ পাক সেনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তুরস্কে অনুষ্ঠিত পাকিস্তান–আফগানিস্তান শান্তি আলোচনার মাঝেই ফের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাল্টা জবাবে পাকিস্তানি বাহিনী ২৫ জন অনুপ্রবেশকারী জঙ্গিকে খতম করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাক সেনাবাহিনীর এক মুখপাত্র রবিবার জানান, শুক্রবার ও শনিবার কুর্রাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলার দুর্গম পাহাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। তাদের অভিযোগ, আফগানিস্তান থেকে একদল জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। তখনই সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানের তরফে আরও বলা হয়েছে, আফগানিস্তানের মাটিতে জঙ্গিদের সক্রিয়তা প্রমাণ করে যে কাবুল সরকার সন্ত্রাস দমনে নিজের প্রতিশ্রুতি রাখতে পারছে না।
অন্যদিকে, আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইসলামাবাদের বক্তব্যে দুই দেশের সম্পর্কের অবনতি আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা চলছে। তুরস্কের মধ্যস্থতায় এই বৈঠকের উদ্দেশ্য ছিল দুই দেশের সীমান্তে সহিংসতা কমিয়ে পারস্পরিক আস্থা বাড়ানো। কিন্তু আলোচনার মাঝেই এমন রক্তক্ষয়ী সংঘর্ষে প্রশ্ন উঠছে এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে।
এদিকে, সংঘর্ষের পরই কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ। তিনি বলেন, “যদি এই শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানের সামনে আর কোনও রাস্তা খোলা থাকবে না। আমরা সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে বাধ্য হব।”
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের ভূখণ্ডে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামাবাদ বারবার অভিযোগ করেছে, আফগান মাটিতে আশ্রয় নিয়ে এই জঙ্গিগোষ্ঠী পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে। অন্যদিকে, কাবুল সরকার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলে এসেছে—তাদের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না।
উল্লেখ্য, তুরস্কে শান্তি আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তবে ফের আফগান-পাক যুদ্ধে জড়াবে বলে মনে করা আশঙ্কা করা হচ্ছে।


