Sunday, November 23, 2025
দেশ

২০২২ সালে উপত্যকায় ১৭২ জঙ্গিকে খতম করা হয়েছে, জানালো জম্মু ও কাশ্মীর পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২২ সালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৯৩টি সংঘর্ষে ৪২ বিদেশী সহ মোট ১৭২ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ এই তথ্য জানিয়েছে।  এডিজিপি (কাশ্মীর) বিজয় কুমার বলেন, “এই বছরে এলইটি/টিআরএফ দল থেকে নিহত জঙ্গির সংখ্যা ১০৮, জেএম এর ৩৫, এইচএম এর ২২, আল-বদর থেকে চারজন এবং এজিউএইচ এর ৩ জন নিহত হয়েছে।

বিজয় কুমার আরও বলেন, ২০২২ সালে নতুন করে শতাধিক মানুষ জঙ্গি দলে যোগ দেওয়ার খবর পাওয়া গেছে। যা গত বছরের তুলনায় ৩৭ শতাংশ কমেছে। এর মধ্যে ৭৪ জন এলইটি-তে যোগ দিয়েছে। জঙ্গিতে নতুন করে যোগ দেওয়াদের মধ্যে ৬৫ জন এনকাউন্টারে নিহত হয়েছে, ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৮ জন এখনও সক্রিয় রয়েছে। নতুন যোগ দেওয়া জঙ্গিদের মধ্যে ৬৫ জন জঙ্গি দলে যোগদানের প্রথম মাসের মধ্যেই নিহত হয়েছে।

এছাড়া এনকাউন্টারের সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১২১ AK সিরিজের রাইফেল, ৮ M4 কারবাইন এবং ২৩১ টি পিস্তল। সময়মত আইইডি, স্টিকি বোমা এবং গ্রেনেড জব্দ করায় ২০২২ সালে বড় সন্ত্রাসী হামলা এড়ানো গিয়েছে বলে দাবি করেন বিজয় কুমার।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।