Thursday, April 25, 2024
কলকাতা

‘আজ নয় তো কাল CAA চালু করবই’‌, হুঙ্কার সুকান্ত মজুমদারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সিএএ নিয়ে ফের সবর হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বহরমপুরে নির্বাচনী প্রচারে গিয়ে রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি বলেন, ‘আজ নয় তো কাল সিএএ আমরা চালু করবই।’ বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, ‘মমতা সরকারের কারণেই সিএএ চালু করতে দেরি হচ্ছে।’

সুকান্ত মজুমদার অভিযোগ করেন, ‘রাজ্য সরকারের বিরোধিতার কারণেই সিএএ কার্যকর করতে দেরি হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যদি মেনে নেয়, তাহলে কালকে চাইলে কালকেই সিএএ লাগু করে দিতে পারি।’ তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার না চাইলেও, সিএএ কার্যকর করা হবে।’

সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা সিএএ চালু করবই, বিষয়টি নিয়ে সর্বোচ্চস্তরে চিন্তাভাবনা চলছে। আজ হোক আজ হোক কিংবা কাল সিএএ চালু হবেই। রাজ্য সরকার বিরোধিতা করছে বলেই দেরি হচ্ছে। রাজ্য সরকার চাইলে কালকেই সিএএ চালু করে দিতে পারি। কিন্তু রাজ্য সরকার যেহেতু চাইছে না, তাই রাজ্য সরকারের অনুমতি ছাড়াই সিএএ প্রণয়ন করা হবে।’

এদিকে, বিষয়টি নিয়ে রাজ্য বিজেপিকে বিঁধেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন, ‘বিধানসভা ভোটের আগেও বিজেপি সিএএ-য়ের কথা বলেছিল। কিন্তু বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপির শিক্ষা নেওয়া উচিত। আগে দলীয় কোন্দল ঠিক করুক, তারপর NRC-CAA নিয়ে আলোচনা হবে।’