বাংলাদেশের কুড়িগ্রামে মন্দিরের আটটি প্রতিমা ভাংচুর
ঢাকা: বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সদর উপজেলার খানপুরা গ্রামের শ্রী শ্রী শীতলীপাত মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্দির কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র দাস বলেন, শুক্রবার ভোরে পূজারীরা মন্দিরে এসে প্রতিমা ভাঙ্গা দেখতে পান। বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছি। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি সাধারণ ডায়রি নেয়া হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ধরতে আমরা তদন্ত শুরু করেছি।
তবে এরকম ঘটনা বাংলাদেশে এই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ, এর আগেও দেশের সংখ্যালঘুদের ওপর হামলা এবং নির্যাতনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কোন ঘটনার বিচার হয়নি। তাই সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেজন্য তাঁরা আলাদা সুরক্ষা আইনের দাবি জানিয়েছেন।


