Thursday, November 13, 2025
দেশ

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকেই পছন্দ দেশের ৬০ শতাংশ মানুষের, সমীক্ষা

নয়াদিল্লি: একুশ সালের প্রথম সমীক্ষা সামনে এল। ABP নিউজের এবং সি ভোটারের দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্য সমীক্ষা করেছিল। দেশের ৫৪৩টি লোকসভা আসনের উপর এই সমীক্ষা করা হয়েছিল। সমীক্ষায় অংশ নিয়েছিল ৩০ হাজারের বেশি মানুষ। সমীক্ষায় প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় সরকারের কাজে আপনি কতটুকু খুশি? প্রশ্নের জবাবে ৬৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা কেন্দ্রের মোদী সরকারের কাজে খুশি। অন্যদিকে, ৩০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট নন। বাকি  ৪ শতাংশ মানুষ প্রশ্নের কোনও উত্তর দেননি।

সমীক্ষীয় প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী পদের জন্য আপনার পছন্দ কে?  জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৬০ শতাংশ মানুষ সমর্থন করেছেন। ২৬ শতাংশ মানুষ সমর্থন করেন রাহুল গান্ধীকে। ৭ শতাংশ মানুষের মতামত প্রধানমন্ত্রী পদের জন্য মোদী, রাহুলের মধ্যে কেউই তাঁদের পছন্দ নন। বাকি ৭ শতাংশ মানুষ কোনও মতামত জানাননি।

সমীক্ষার প্রশ্ন করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে আপনি কি সন্তুষ্ট? জবাবে ৭১ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা নমোর কাছে খুশি। ২৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা সন্তুষ্ট নন। ৩ শতাংশ মানুষ কোনও উত্তর দেননি।

সমীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও প্রশ্ন করা হয়। বলা হয়, অমিত শাহের কাজে আপনি কি খুশি? এই প্রশ্নের জবাবে ৫৮ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা অমিতজির কাজে সন্তুষ্ট। ২৮ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা অমিত শাহের খুশি নন। ১৪ শতাংশ মানুষ কিছু বলেননি।