Thursday, November 13, 2025
রাজ্য​

নন্দীগ্রামে মমতাকে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব: শুভেন্দু অধিকারী

কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন যে, তিনি নন্দীগ্রাম থেকেই বিধানসভা ভোটে লড়বেন। তৃণমূল নেত্রী বলেছেন, নন্দীগ্রাম তাঁর কাছে লাকি জায়গা। তৃণমূল সুপ্রিমোকে এবার পাল্টা দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বলেন, শুনে রাখুন মাননীয়া, নন্দীগ্রামে আপনাকে যদি হাফ লাখ ভোটে হারাতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব আমি।

উল্লেখ্য, নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রী সেই নন্দীগ্রামেই জনসভা করেন। মাননীয়াকে পাল্টা দিতে এদিন দক্ষিণ কলকাতায় রোড শো করেন শুভেন্দু-দিলীপ ঘোষেরা।

রোড শো থেকেই শুভেন্দু আক্রমণ করেন তৃণমূল শিবিরকে। বলেন, আমি একটি শৃঙ্খলাবদ্ধ দলের লোক। অন্যদিকে তৃণমূল একটা কোম্পানি। দেড় জনের পার্টি। যেখানে মাননীয়া মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করতে পারে। কিন্তু তৃণমূলে সেটা করা যায় না। শৃঙ্খলাবদ্ধ দলের সিদ্ধান্ত সকলে মিলে নেওয়া হয়। দল নন্দীগ্রাম থেকে যাকেই দাঁড় করাক না কে তৃণমূলকে পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানের হারাবে।

শুভেন্দু অধিকারী আরও বলেন, শেষবার তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় নন্দীগ্রামে এসেছিলেন 2015 সালের 21 ডিসেম্বর। পাঁচ বছর পরে আপনার নন্দীগ্রামের কথা মনে পড়লো ? মানুষ সব বোঝে মাননীয়া।