তীব্র আক্রমণের মুখে বিতর্কিত টুইট ডিলিট করলেন সায়নী ঘোষ
কলকাতা: স্যোশাল মিডিয়ায় তীব্র আক্রমণের মুখে পড়ে অবশেষে নিজের বিতর্কিত টুইট ডিলিট করে দিলেন সায়নী ঘোষ। অভিনেত্রী শনিবার রাতে এক টুইটে দাবি করেন, ২০১৫ সালে ওই টুইট তাঁর অজান্তেই করা হয়েছিল।
সম্প্রতি টিভি শোয়ে নিজের বাঙালিয়ানার রুপ নিয়ে কিছু মন্তব্য করেন সায়নী। তার থেকেই বিতর্কের সূত্রপাত। এর পর তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে আসে সায়নীর করা একটি টুইট। সায়নীর টুইট করা ওই ব্যঙ্গচিত্রে দেখা যাচ্ছে শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন বুলা দি নামে একটি চরিত্র।
সেই টুইটের দায় অস্বীকার করেছেন সায়নী। জোড়া টুইটের প্রথম টুইটে তিনি লিখেছেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। ফের তার নিয়ন্ত্রণ আমি ফিরে পাই। কিন্তু ২০১৭ সালের পরেই তা করা সম্ভব হয়েছিল। অবাঞ্ছিত অধিকাংশ পোস্ট আমি ডিলিট করে দিয়েছি।
দ্বিতীয় টুইটে সায়নী লিখেছেন, আমি আগেই বলেছি যে ২০১৫ সালের টুইটটির বিষয়ে আমি অবগত ছিলাম না এবং যে মুহূর্তে সেটি আমার নজরে আনা হয় আমি সেটার তীব্র নিন্দা করে সবাইকে জানিয়ে ডিলিট করি। আমার নিজের ধর্মকে আঘাত করার কোনও ইচ্ছা আমার কোনওদিন ছিল না। আমি সব সময় নিজের বক্তব্য রেখেছি এবং নিজের জায়গা থেকে নড়িনি.. তবে আজকে এই বিষয়টাকে কেন্দ্র করে যে বিদ্বেষের সম্মুখীন আমায় হতে হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর (যিনি আপনারও, আমারও) এবং বাংলার ও দেশের মানুষের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। ভালো থাকবেন সবাই।
এর আগে তথাগত রায়ের সঙ্গে বাকযুদ্ধে জড়ান সায়নী ঘোষ। তবে তাঁর বিরুদ্ধে আক্রমণের মাত্রা ছাড়ায় শিব লিঙ্গের মাথায় কন্ডোমের ছবি পরানো ছবি পোস্ট করা নিয়ে। সায়নীর টুইট ডিলিট করার পর এবার বিতর্ক থামে কিনা সেটাই দেখার।


