টিফিনের টাকা বাঁচিয়ে রাম মন্দির নির্মাণে ৫ হাজার টাকা দিলেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী
লখনউ: শুক্রবার থেকে অয্যোধ্যার রাম মন্দির নির্মাণের জন্যে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘নিধি সমর্পণ অভিযান’। সবার প্রথমে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পাঁচ লাখ একশো টাকা অনুদান দিয়েছেন। তবে শুধু ভিআইপি নয়, অনুদানে সামিল হয়েছে পড়ুয়ারাও। টিফিনের থেকে টাকা বাঁচিয়ে ৫ হাজার ৫ টাকা দান করলেন মুর্শিদাবাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী দেবমিতা দত্ত।
কেন্দ্রীয় সরকার দিয়েছে ১ টাকা অনুদান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিয়েছেন ১১ লাখ টাকা, শিবসেনা দিয়েছে ১ কোটি টাকা, মোরারী বাপু অনুদান দিয়েছেন ১১ কোটি টাকা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দিয়েছেন ১ লাখ টাকা।
রাম মন্দির নির্মাণ করতে 1100 কোটি টাকা লাগবে। এর জন্য গোটা দেশে অনুদান সংগ্রহের কাজ শুরু হয়েছে। 5 লাখের বেশি গ্রামে 13 কোটির বেশি মানুষের বাড়িতে পৌঁছাবে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। অনুদান সংগ্রহের কাজ চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। কুপন হিসেবে ১০০ টাকা, ১০০০ নেওয়া হবে। ২০০০ টাকার উপরে অনুদান দেওয়া মানুষদের রশিদ দেওয়া হবে।


