Friday, December 12, 2025
Latestরাজ্য​

SIR in West Bengal: পশ্চিমবঙ্গে শেষ হলো SIR-এর প্রথম ধাপের কাজ, খসড়া তালিকা থেকে বাদ গেল ৫৮ লাখ নাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গে SIR-এর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। কমিশন সূত্রে প্রাপ্ত প্রাথমিক তথ্য বলছে, রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়তে পারে। তবে এই সংখ্যায় কিছু হেরফের হতে পারে বলেও কমিশন জানাচ্ছে।

১৬ ডিসেম্বর প্রকাশ খসড়া ভোটার তালিকা

আগামী ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওই তালিকা নিয়ে আপত্তি বা অভিযোগ জানানো যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। অভিযোগ খতিয়ে দেখবে কমিশন এবং প্রয়োজনে আবেদনকারীদের ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ এই সময়ে শুনানিতে ডাকা হবে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬।

রাজ্যে মৃত ও অনুপস্থিত ভোটারের সংখ্যা উদ্বেগজনক

এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে যেভাবে ভোটারদের বিভিন্ন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে, তার হিসেব হলো-

মৃত ভোটার: ২৪,১৮,৬৯৯

খুঁজে পাওয়া যায়নি: ১২,০১,৪৬২

স্থানান্তরিত ভোটার: ১৯,৯৩,০৮৭

ডুপ্লিকেট/ভুয়ো: ১,৩৭,৪৭৫

অন্যান্য: ৫৭,৫০৯

এই মোট সংখ্যাই খসড়া তালিকা থেকে বাদ পড়ার সম্ভাব্য তালিকায় যুক্ত হয়েছে।

রাজ্যে সময়সীমা না বাড়লেও অন্য ৬ রাজ্যে বৃদ্ধি

৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছিল। মাঝপথে প্রতিটি ধাপেই সময়সীমা ৭ দিন বাড়ানো হয়েছিল। বৃহস্পতিবার কমিশনের তরফে আরও ৬টি রাজ্যে সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হলেও, পশ্চিমবঙ্গে তা প্রয়োজন হয়নি, কারণ এখানকার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হয়েছে।