পঞ্চায়েত ভোটে বড় জয়ের পথে তৃণমূল, দ্বিতীয় স্থানে বিজেপি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ৮ জুলাই বাংলায় একদফায় পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোটগণনা। ৫০ শতাংশ ভোট গণনা হয়ে গেছে। পঞ্চায়েত ভোটে মোট ৬৩ হাজার ২২৯টি আসন আছে। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনগুলি সহ ৩১ হাজারের বেশী গ্রাম পঞ্চায়েত আসনের ভোটের ফল ঘোষণা হয়ে গিয়েছে। তার মধ্যে তৃণমূল জিতেছে ২৩ হাজার ৬৮৫টিতে, বিজেপি ৩ হাজার ৪৬৮টি, বামেরা ১৪৭২টি, কংগ্রেস ৭৯৯টি ও নির্দল সহ অন্যান্যরা ১২১৪টি আসনে জয়ী হয়েছে।
গণনার শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও পরে বাম, কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি।