Monday, January 19, 2026
Latestদেশ

এনকাউন্টারে খতম মাওবাদী নেতা দয়ানন্দ মালাকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এনকাউন্টারে খতম হল মাওবাদী নেতা দয়ানন্দ মালাকার ওরফে ছোটু। মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। এছাড়া তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। এই সাফল্যকে কেন্দ্র করে ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে মাওবাদমুক্ত করার লক্ষ্যে আরও একধাপ এগোল ভারত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বিহারের বেগুসরাইয়ে অভিযান চালায় স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। ওই এলাকায় একদল মাওবাদী আত্মগোপন করে রয়েছে বলে খবর আসে। তল্লাশি অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাওবাদীরা। তখনই পুলিশ ও মাওবাদীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই।

এনকাউন্টারের সময় গুলিবিদ্ধ হন দয়ানন্দ মালাকার। তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকেই তার দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়।

বিহার পুলিশের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে একটি ইনসাস রাইফেল, পিস্তল ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ আধিকারিকদের দাবি, মাওবাদী মহলে দয়ানন্দ মালাকার ‘ছোটু’ নামেই বেশি পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে খুন, বিস্ফোরণ, ডাকাতিসহ মোট ১৪টি ফৌজদারি মামলা রয়েছে। তিনি উত্তর বিহারের কেন্দ্রীয় জোনাল কমিটির সেক্রেটারি ছিলেন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার ঘোষণা করেছেন, ২০২৬ সালের মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ মাওবাদমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। দয়ানন্দ মালাকারের মৃত্যুকে সেই লক্ষ্যপূরণের পথে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।