মুক্তির আগে অগ্রিম বুকিংয়েই রেকর্ড আয় দ্য বেঙ্গল ফাইলসের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পরিচালক বিবেক অগ্নিহোত্রির নতুন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র দু’দিনের অগ্রিম বুকিং থেকেই ছবিটির আয় দাঁড়িয়েছে ২১.৮৭ লক্ষ টাকা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৩৯২টি শো-র জন্য বিক্রি হয়েছে প্রায় ১,৯২৮টি টিকিট। বিশ্লেষকরা মনে করছেন, এই আগ্রহ ছবিটিকে মুক্তির পর আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
ফাইলস ট্রিলজির শেষ অধ্যায়
অগ্নিহোত্রির নাম ইতিমধ্যেই বহুল আলোচিত ‘ফাইলস ট্রিলজি’-র সঙ্গে জড়িয়ে রয়েছে।
২০১৯: দ্য তাশখন্দ ফাইলস— প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য নিয়ে নির্মিত, যা জাতীয় পুরস্কার জেতে।
২০২২: দ্য কাশ্মীর ফাইলস— কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদ কাহিনি তুলে ধরে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে, আয় করে ৩৪০ কোটিরও বেশি এবং জাতীয় একীকরণের সেরা ছবির সম্মান পায়।
২০২৪: দ্য বেঙ্গল ফাইলস— এবার সেই ট্রিলজির শেষ অধ্যায়, যার কেন্দ্রবিন্দু ১৯৪৬ সালের ডিরেক্ট অ্যাকশন ডে নিয়ে।
কাহিনি ও চরিত্র
ছবিতে দেখানো হয়েছে কলকাতা থেকে শুরু হওয়া দাঙ্গার ভয়াবহতা, যা পরে নোয়াখালি, ত্রিপুরা ও কুমিল্লায় ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ৫,০০০ থেকে ১০,০০০ মানুষের প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই ছিলেন হিন্দু। অগ্নিহোত্রি এই অধ্যায়কে ‘হিন্দু গণহত্যা’ হিসেবে চিত্রিত করেছেন।
গল্পে রয়েছে এক তদন্তকারী অফিসার, যিনি একটি নিখোঁজ মামলার সূত্রে করাপশনের জাল উন্মোচন করেন। পাশাপাশি, ভারতের বিভাজনের আগের সাম্প্রদায়িক হিংসার প্রেক্ষাপটও উঠে আসে কাহিনীতে।
তারকাখচিত অভিনয়
এই ছবিতে অভিনয় করেছেন—
মিঠুন চক্রবর্তী (একজন পাগলের ভূমিকায়),
অনুপম খের (মহাত্মা গান্ধী),
পল্লবী জোশী (মা ভারতী),
দর্শন কুমার (শিবা পণ্ডিত),
এছাড়াও রয়েছেন শ্বাশত চট্টোপাধ্যায়, সিমরাত কৌর, নমশী চক্রবর্তী, রাজেশ খেরা, পুনিত ইসসর, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস ও মোহন কাপুর।
ছবির বাজেট প্রায় ২০ কোটি টাকা। প্রযোজনা করেছেন আভিষেক অগারওয়াল ও পল্লবী জোশী। সঙ্গীত পরিচালনা করেছেন সামার্থ শ্রীনিবাসন।
বিতর্ক ও বাধা
ছবির জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও তুঙ্গে।
কলকাতায় ট্রেলার লঞ্চের অনুমতি দেয়নি পুলিশ। অগ্নিহোত্রির অভিযোগ, রাজনৈতিক চাপে অনুষ্ঠান বাতিল করা হয়।
ছবিতে গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের চরিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর নাতি শান্তনু মুখোপাধ্যায়। তবে পরিচালক দাবি করেছেন, তাঁকে নায়ক হিসেবেই দেখানো হয়েছে।
দর্শকদের আগ্রহ
ট্রেলার মুক্তির পর থেকে ছবিটি নিয়ে আলোচনার ঝড় উঠেছে। রক্তাক্ত দৃশ্য ও সংলাপ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু। টিজারে শোনা গিয়েছে, “যদি কাশ্মীর আপনাকে আঘাত করে, বাংলা আপনাকে ভূত করে তুলবে।”
পরিচালকের ভাষায়, “এটি কেবল সিনেমা নয়, আত্মার কাঁপুনি।”
ঐতিহাসিক স্মৃতি
‘দ্য বেঙ্গল ফাইলস’ নিছক একটি চলচ্চিত্র নয়, বরং ঐতিহাসিক স্মৃতি ও সচেতনতার প্রচেষ্টা। তবে পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপ ও বিতর্কের কারণে ছবির মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।