মহাকাল মন্দিরে পুজো দিয়ে ভাগ্য সুপ্রসন্ন হলো বিরাটের, ১২০৪ দিন পরে টেস্টে শতরান কোহলির
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট শুরুর আগেই উজ্জয়িনির মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসেই সেঞ্চুরি করলেন বিরাট। এই সেঞ্চুরির পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাটের মহাকালেশ্বর মন্দিরের ছবি।
এর আগে ২০১৯ সালে ২৩ নভেম্বরে শেষবার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে টেস্টে শতরান করেছিলেন বিরাট। করেছিলেন ১৩৬ রান। তারপর আজকে শতরান করলেন। ৪২ ইনিংস পর। দিনের হিসেবে সংখ্যাটা ১২০৪ দিন, মানে ৩৯ মাস ১৬ দিন।
কোহলিই ক্যারিয়ারের প্রথম ১৪১ ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন ২৭টি। টেস্টে এটি কোহলির ২৮তম সেঞ্চুরি। সব ফরম্যাট মিলিয়ে ৭৫তম। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি কোহলির ১৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি।

