Tuesday, November 11, 2025
FEATUREDদেশ

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত কোহলি-সচিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার অবসান। ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। ঐতিহাসিক সেই মুহূর্তের প্রহর গুনছে গোটা দেশ। জানা গেছে, ৮ হাজার বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকাতেই রয়েছেন রিবাট কোহলি এবং সচিন তেণ্ডুলকরও।

২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবৎ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার থেকে শুরু করে মুকেশ আম্বানি, রতন টাটাও।

এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় সেনার প্রতিনিধি, বিশিষ্ট আইনজীবী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপ্তদের। 

উল্লেখ্য, ২৫ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে ভারতের। তাই বিরাট কোহলি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন কিনা জানা যায়নি।

এদিকে, চলতি বছরের সেপ্টেম্বরে বারানসী স্টেডিয়ামের উদ্ধোধনী অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সচিন তেন্ডুলকর এবং যোগী আদিত্যনাথ। তবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সচিন উপস্থিত থাকবেন কিনা সেটাই দেখার।