ফেসবুকে ‘বাই বাই বাংলাদেশ’ লিখে ভারতে অনুপ্রবেশ, গ্রেফতার মুসলিম দম্পতি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের আমরোহা জেলা থেকে গ্রেফতার হলেন রিনা বেগম ও তার স্বামী রশিদ আলি। পুলিশ জানিয়েছে, দু’জনই বাংলাদেশি নাগরিক এবং বৈধ নথি ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। রিনা বেগমের সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও, ‘বাই বাই বাংলাদেশ’ই শেষ পর্যন্ত তাদের গোপন যাত্রাপথ ফাঁস করে দেয়।
আমরোহা পুলিশ সূত্রের খবর, রিনা বেগমের কাছে বাংলাদেশের বৈধ পাসপোর্ট রয়েছে। কয়েক বছর আগে সৌদি আরবে কাজ করতে গিয়ে রিনা ও রশিদের আলাপ হয়। দু’জনেই সেখানকার একটি হাসপাতালে কর্মরত ছিলেন। বন্ধুত্ব থেকে প্রেম, এবং ৬ বছর আগে সৌদিতেই তাদের বিয়ে হয়।
চলতি বছরের মার্চ মাসে রিনা বাংলাদেশে ফেরেন, সঙ্গে ছিলেন রশিদও। এরপর ৯ অক্টোবর নেপাল হয়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করেন তারা। আমরোহা জেলার মান্ডি ধনৌরা এলাকায় ভাড়া বাড়িতে উঠে নিজের মতো থাকতে শুরু করেন।
ধনৌরা সার্কেলের সিও অঞ্জলি কাটারিয়া জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তাতেই উঠে আসে রিনা ও রশিদ কোনও বৈধ ভিসা বা কাগজপত্র ছাড়াই ভারত সীমান্ত অতিক্রম করেছেন। তাদের বিরুদ্ধে বিদেশি আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, রিনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই তাদের একাধিক ভ্রমণ-সম্পর্কিত পোস্ট রয়েছে, যেগুলি দেখে বোঝা যায় তারা নিয়ম মেনে সীমান্ত পেরোননি। কে বা কারা তাদের ভারতে ঢুকতে সাহায্য করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
‘বাই বাই বাংলাদেশ’ লেখা সেই ভিডিওই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল দম্পতির জন্য। আর সেই সূত্র ধরেই গ্রেফতার রিনা বেগম ও রশিদ আলি এখন পুলিশের জালে।


