Sunday, November 23, 2025
দেশ

বেকারদের মাসে ২৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার ঘোষণা কংগ্রেস শাসিত ছত্তিশগড় সরকারের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্পের ঘোষণা করেছে। এবার সেই পথে হেটেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল ঘোষণা করলেন, ১ এপ্রিল থেকে রাজ্যের বেকারদের মাসে ২৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে। নয়া এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের বছরে ২৫০ কোটি টাকা খরচ হবে।

জানা গেছে, রাজ্যের প্রায় লক্ষাধিক বেকার যুবক-যুবতী এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি, বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা করবে ছত্তিশগড় সরকার।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বর মাসেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। ভোটের আগে ভুপেশ বাঘেল বড় মাস্টারস্ট্রোক দিলেন বলেই মনে করা হচ্ছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।