Thursday, November 13, 2025
Latestআন্তর্জাতিক

অনুপ্রবেশকারী শনাক্ত করতে নয়া দাওয়াই, ভারতের আধার কার্ড থেকে অনুপ্রাণিত হয়ে ‘ব্রিট কার্ড’ চালু করছে ব্রিটেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের আধার কার্ড এবার ব্রিটেনের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Keir Starmer) ভারত সফরে এসে আধার কার্ড ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ হন। এবার ব্রিটিশ সরকার চালু করতে চলেছে ‘ব্রিট কার্ড’ (Brit Card)। এটি আধার কার্ডের মডেল অনুসারে তৈরি হবে।

জানা গেছে, কয়েক সপ্তাহ আগেই স্টার্মার মুম্বাই সফরে এসে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এবং আধার প্রকল্পের অন্যতম স্থপতি নন্দন নিলেকানির (Nandan Nilekani) সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আধার প্রকল্পের কাঠামো, প্রযুক্তিগত নিরাপত্তা, নাগরিক তথ্য সংরক্ষণ এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা হয়।

ব্রিটিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে ‘ব্রিট কার্ড’ বাধ্যতামূলক করা হবে ব্রিটেনের চাকরিজীবীদের জন্য। মূল উদ্দেশ্য — অবৈধ অভিবাসীদের শনাক্ত করা এবং কর্মক্ষেত্রে আইনত নিয়োজিত নাগরিকদের স্পষ্টভাবে চিহ্নিত করা। সরকারের মতে, এই পদক্ষেপের ফলে অভিবাসন ব্যবস্থার স্বচ্ছতা বাড়বে এবং দেশের সামাজিক নিরাপত্তা জোরদার হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সহজ হবে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে অবৈধ অভিবাসন ব্রিটেনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশজুড়ে এই ইস্যুতে বিক্ষোভ ও মিছিলও হয়েছে বারবার। কিয়ের স্টার্মারের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধভাবে অবস্থানরত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করেছে। এবার সেই প্রয়াসকেই আরও কার্যকর করতে ‘ব্রিট কার্ড’ প্রকল্পের চিন্তাভাবনা শুরু হয়েছে।