Thursday, September 19, 2024
রাজ্য​

আধার লিঙ্কের পরে দেখা গেল বাংলার ২ কোটি রেশন কার্ড ভুয়ো, এগুলো বাতিল করলে রাজ্যের সাশ্রয় হবে ৩৬০০ কোটি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভুয়ো রেশন কার্ড নিয়ে ভুরিভুরি অভিযোগ ছিলো। এবার ভুয়ো রেশন কার্ড বাতিলের জন্য তৎপর হলো রাজ্য সরকার। জানা গেছে, প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে।

এর ফলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে রাজ্যের। সরকারি সূত্রের খবর, ভুয়ো রেশন কার্ড বাতিল করা হলে বছরে রাজ্যের প্রায় ৩৬০০ কোটি টাকা সাশ্রয় হবে।

কিভাবে চিহ্নিত করা হলো এই বিপুল পরিমাণ ভুয়ো রেশন কার্ড?

জানা গেছে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পরে ভুয়ো রেশন কার্ড শনাক্তকরণ সহজ হয়েছে। এর আগে মৃত ব্যক্তির নামে রেশন কার্ড বা একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড ছিলো। তবে আধার কার্ড লিঙ্ক করার ফলে এই সমস্ত ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করা সহজ হয়েছে।

আধার কার্ড লিঙ্ক করার আগে পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি ৭০ লাখ রেশন কার্ড ছিলো। আধার কার্ড লিঙ্ক করার পরে দেখা যায় রাজ্যে ৮ কোটি ৭৮ লাখ সঠিক রেশন কার্ড রয়েছে। বাকি ভুয়ো রেশন কার্ডগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। তবে উপযুক্ত তথ্যপ্রমাণ দেখাতে পারলে নিষ্ক্রিয় হওয়া রেশন কার্ড পুনরায় চালু করে দেওয়া হবে।

উল্লেখ্য, রেশন কার্ড গ্রাহক পিছু প্রতি মাসে পাঁচ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ থাকে। সেই হিসেবে একজন গ্রাহক পিছু প্রতি মাসে সরকারের খরচ প্রায় ১৫০ টাকা। সেই হিসেবে ২ কোটি কার্ড পিছু রাজ্যের বছরে খরচ ৩,৬০০ কোটি টাকা। ফলে ভুয়ো রেশন কার্ড শনাক্ত হওয়ায় বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হতে চলেছে রাজ্যের।

প্রসঙ্গত, বর্তমানে ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র বিপুল পরিমাণে অর্থ খাদ্যশস্য বাবদ বরাদ্দ করে থাকে। পশ্চিমবঙ্গের প্রায় ৬ কোটি গ্রাহক কেন্দ্রের আওতায় রয়েছে।

প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য, কেন্দ্রের প্রকল্পের সুবিধা পেতে গেলে সেক্ষেত্রে রাজ্য সরকারকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতেই হবে। রেশন কার্ডেও বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিটি রেশন গ্রাহকের বায়োমেট্রিক যাচাই করে তবেই রেশন দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, বর্তমানে শুধুমাত্র আঙুলের ছাপ যাচাই করার পদ্ধতি রয়েছে। আগামী দিনে চোখের মনিও যাচাই করার পদ্ধতি চালুর কথা ভাবছে রাজ্য। এর ফলে আরও ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করা যাবে।