মোদী ‘অত্যন্ত স্মার্ট মানুষ’, আমার ‘ভালো বন্ধু’, ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ট্রাম্পের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প মোদীকে ‘ভালো বন্ধু’ এবং ‘অত্যন্ত স্মার্ট মানুষ’ বলে উল্লেখ করেন। যদিও, একইসঙ্গে ভারতের উচ্চ আমদানি শুল্ক নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
ট্রাম্পের মন্তব্য ও মোদীর প্রতি প্রশংসা
হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি আমেরিকায় এসেছিলেন। আমরা সবসময়ই খুব ভালো বন্ধু। ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির মধ্যে একটি। এরা খুব স্মার্ট। তিনি (মোদী) খুব স্মার্ট ব্যক্তি এবং আমার একজন ভালো বন্ধু। আমাদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে এবং আমি মনে করি, ভারত ও আমাদের দেশের মধ্যে ভালো ফলাফল আসবে।”
শুল্ক ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান
উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে ভারতও রয়েছে। ট্রাম্প বারবার ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করেছেন এবং অতীতে ভারতকে ‘শুল্কের রাজা’ বলেও অভিহিত করেছেন। তার মতে, “ভারতের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু আমার একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপ করা দেশগুলির একটি। আমি মনে করি তারা সম্ভবত এই শুল্ক কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরাও তাদের ওপর সেই শুল্ক চার্জ করব, যা তারা আমাদের পণ্যে বসাবে।”
ভারতের প্রতিক্রিয়া ও সম্ভাব্য সমঝোতা
সম্প্রতি নয়াদিল্লিতে আসা মার্কিন প্রতিনিধিরা ভারতীয় কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন যে চিন, মেক্সিকো এবং কানাডার মতো ভারতের ক্ষেত্রে কঠোর নীতি অনুসরণ করা হবে না। এদিকে, প্রতিশোধমূলক শুল্ক নীতি পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের মধ্যে ৫৫ শতাংশের ওপর শুল্ক কমাতে পারে। মার্কিন শুল্ক নীতির প্রভাব কমানোর লক্ষ্যেই ভারত এই পদক্ষেপ নিতে পারে।
বাণিজ্য নীতিতে ভারতের সাম্প্রতিক পরিবর্তন
সম্প্রতি ভারত মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে। আগে এই শুল্ক ১৫০ শতাংশ থাকলেও তা ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে, যার ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। ১৩ ফেব্রুয়ারি ভারত সরকার এই শুল্ক কমানোর নির্দেশ জারি করেছে।
এছাড়া, এবারের বাজেটে মোটরসাইকেলের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যার ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডসনের আমদানি শুল্ক আরও ১০ শতাংশ হ্রাস পেয়েছে। এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারত হারলে ডেভিডসনের ওপর ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল।
বাণিজ্যিক সম্পর্ক আরও মসৃণ হতে পারে
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও ভারতের শুল্ক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মসৃণ হতে পারে। যদিও, ভারত কতটা শুল্ক ছাড় দেবে এবং যুক্তরাষ্ট্র পাল্টা কী পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়।


