বীরভূমে গায়েব আস্ত রেললাইন! দুঃসাহসিক চুরির ঘটনায় তাজ্জব পুলিশ, উদ্ধার কিছু অংশ, গ্রেফতার ২
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছোটখাটো কোন জিনিস নয় আস্ত রেল লাইন গায়েব করে দিল চোরেরা! বীরভূমের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় তাজ্জব পুলিশরাও। এই ঘটনার পরে নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় তল্লাশি অভিযান।
তল্লাশিতে শনিবার মধ্যরাতে বীরভূমের কাঁকরতলা থানার কৈথি গ্রাম থেকে চুরি যাওয়া সেই রেললাইনের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ধৃতদের নাম শেখ আলতাব এবং শেখ ইন্তাজ। তারা কইছি গ্রামের বাসিন্দা বলে খবর।