Wednesday, October 8, 2025
Latestরাজ্য​

পড়ুয়াদের সামনেই শিক্ষককে ঘাড়ধাক্কা তৃণমূল নেতার, ভাইরাল ভিডিও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন স্কুলের ঘটনায় তোলপাড়। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস (TMC) পঞ্চায়েত সদস্য ত্রিদিব বারুই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে ঘাড়ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ। ঘটনার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীসহ শিক্ষক কর্মচারীরা।

অভিযোগ, স্কুলের ভ্রমণের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়ে পরিচালন সমিতিকে অবহিত না করেই চলছিল টাকা সংগ্রহ। এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালের উপর চড়াও হন তৃণমূল নেতা ত্রিদিব বারুই। ঘাড়ধাক্কা দিয়ে অফিসের মধ্যে থেকে বের করে নিয়ে যান শিক্ষককে।


প্রধান শিক্ষকের অভিযোগ, তিনি কাগজে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় তার উপর বলপ্রয়োগ করা হয় এবং ঘাড়ে আঘাত করা হয়। অফিসের ভিতরের ঘটনার সিসিটিভি ফুটেজ মুছে ফেলা হয়েছে। আহত অবস্থায় তিনি কাকদ্বীপ সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও ভিডিওর সত্যতা এখনও নিশ্চিত করেনি ‘কলকাতা ট্রিবিউন’। তবে ঘটনা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছে। স্থানীয় মানুষজন এবং শিক্ষক মহল এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।