Tuesday, December 16, 2025
বলিউড

এক বছরেও উদঘাটন হয়নি সুশান্তের মৃত্যুর রহস্য

মুম্বাই: ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঝুলন্ত দেহ উদ্ধার করা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তরুণ এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিল গোটা দেশ। তাঁর মৃত্যু ঘিরে সকলের মনে দানা বেঁধেছিল নানা সংশয়। আজ, ১৪ জুন সেই ঘটনার এক বছর পূর্ণ হলো। তবে এখন পর্যন্ত উদঘাটন হয়নি সুশান্তের মৃত্যুর রহস্য!

সুশান্ত রাজপুতের মৃত্যুর রহস্য কি অবস্থায় রয়েছে? সুশান্তের মৃতদেহ উদ্ধার করার পর মুম্বাই পুলিশের হাতে যায় তদন্তভার। প্রাথমিক তদন্তের রিপোর্টে মুম্বাই পুলিশ এটাকে আত্মহত্যা বলে জানায়। কিন্তু মুম্বাই পুলিশের দাবি মেনে নিতে পারেনি প্রায় কেউই।

এরপর সঠিক তদন্তের দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হয়। ২০২০ সালের আগস্টে সুপ্রিমকোর্টের নির্দেশে সুশান্তের মৃত্যু মামলার ভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে। তবে ১০ মাস পরও সুশান্তের মৃত্যুর রহস্য অধরা। সিবিআই স্পষ্টভাবে জানায়নি, আত্মহত্যা নাকি খুন? সুশান্তের মৃত্যুতে আদৌ বলিউডের কারও হাত আছে কি? গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এসিবিআই আধিকারিকরা।

২৮ জুলাই সুশান্তের তাঁর বাবা কেকে সিং সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহার থানার মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, সুশান্তকে আর্থিক এবং মানসিক ভাবে ভেঙে ফেলেছিলেন রিয়া। সে কারণেই মৃত্যুর পথ বেছে নেন সুশান্ত।

অভিনেতার মৃত্যুতে মাদকযোগ সামনে আসার পরে সিবিআইয়ের সঙ্গে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও (এনসিবি) তদন্ত শুরু করে। এনসিবি তদন্তে রিয়া চক্রবর্তী এবং তার ভাই-সহ একাধিক সন্দেহভাজনকে হেফাজতে নেয়। ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আর্থিক তছরূপ সংক্রান্ত যাবতীয় খতিয়ে দেখে। তবে রিয়ার বিরুদ্ধে সুশান্তের মৃত্যুতে জড়িত থাকার বিষয়ে উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারায় ৭ অক্টোবর জামিনে মুক্তি পান রিয়া।

দিল্লি এইমসয়ের ফরেন্সিক দল সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে জানিয়েছে, খুন নয়, এটি আত্মহত্যাই ছিল। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর অনেক মাস কেটে গিয়েছে। কিন্তু আজও সুশান্তের মৃত্যুকে নিছক আত্মহত্যা বলে মানতে নারাজ তাঁর অনুরাগীরা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।