Friday, March 29, 2024
কলকাতা

পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে? কোনও বাধা নেই, তবুও বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো হচ্ছে না কেন: সুদীপ্ত সেন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন‌। যদিও সুপ্রিম কোর্ট মমতার সেই নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ জারি করেছে। তবুও পশ্চিমবঙ্গের কোথাও দেখানো হচ্ছে না সিনেমাটি। এমনটাই অভিযোগ করছেন সিনেমার পরিচালক সুদীপ্ত সেন।

শুক্রবার কলকাতায় এসে সুদীপ্ত সেন জানতে পারেন, বাংলার কোনও প্রেক্ষাগৃহেই চলছে না ‘দ্য কেরালা স্টোরি’। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শনে কোনও বাধা নেই। এর পরেও বাংলায় সিনেমাটি দেখানো হচ্ছে না কেন, সমস্যা ঠিক কোথায়, তা বুঝতে পারছেন তিনি।

সুদীপ্ত সেন বলেন, “২০০২ সালে গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন্‌স’ শেয়ার করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তখন তাঁকে সবাই সমর্থন করেছিলেন! বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তো পাশে ছিলেন।”

সুদীপ্তর প্রশ্ন, “তাহলে আমরা কি দোষ করলাম? দেশ জুড়ে বিতর্ক হলেও ‘পদ্মাবত’-এর মতো ছবির পাশেও যে দাঁড়িয়েছিলেন মমতা। এর আগে কোনও বিতর্কিত ছবি নিয়েও তো বাংলায় এত সমস্যা হয়নি। তাহলে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে এত সমস্যা হচ্ছে কেন?’’

সুদীপ্ত সেন আরও বলেন, “দেশের প্রায় ১২-১৪ হাজার হলে সিনেমাটা চলছে। কোনও কোনও ঝামেলা হয়নি। পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে? তা হলে এখানে সমস্যাটা কি? রাজ্যবাসী আপনারা সরব হন!”