Thursday, April 25, 2024
দেশ

কর্ণাটকে বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি, কংগ্রেস ক্ষমতায় আসতেই বিল দেওয়া বন্ধ করলো গ্রামবাসীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে কর্ণাটকে ক্ষমতায় এসেছে কংগ্রেস (Congress)। ভোটে জিততে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। তার মধ্যে অন্যতম একটি হলো- রাজ্যে ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। আর কংগ্রেস ক্ষমতায় আসতেই বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করে দিল কর্ণাটকের বহু গ্রামের মানুষ।

জানা গেছে, চিত্রদুর্গা জেলার একটি গ্রামে বিদ্যুতের মিটার দেখতে এসেছিলেন বিদ্যুৎকর্মীরা। কিন্তু তাদের ফিরিয়ে দেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, “তাঁরা বিদ্যুৎতের বিল দেবেন না। কারণ নির্বাচনী প্রতিশ্রুতিতে কংগ্রেস জানিয়েছিল, ক্ষমতায় এলে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। তাহলে আমরা কেন বিদ্যুতের বিল দেব?”

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিদ্যুৎকর্মীদের সঙ্গে দল বেঁধে বচসায় জড়িয়ে পড়েন চিত্রদুর্গা জেলার ওই গ্রামের বাসিন্দারা।

বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা জানান, ‘নতুন সরকার গঠন হওয়ার পর নির্দেশিকা পাস হলেই এটা সম্ভব। ততদিন পর্যন্ত সকলকে বিদ্যুৎ বিল দিতে হবে।’ যদিও বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের কথা মানতে নারাজ গ্রামবাসীরা।