Thursday, September 19, 2024
দেশ

‘মোদী পদবি’ মামলায় রাহুলের শাস্তিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘মোদী পদবি’ (Modi Surname) মামলায় স্বস্তি পেলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত ‘মোদী পদবি’ মামলায় রাহুলকে কোনও শাস্তি দেওয়া যাবে না। অর্থাৎ, ২০২৪ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর লড়াইয়ের ক্ষেত্রে আর বাধা রইল না।

পাশাপাশি, রাহুল গান্ধী যেহেতু এই মুহূর্তে দোষী নয়, সেহেতু তাঁর সাংসদ পদ ফিরে পাবেন। যদিও রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার বিষয়টি নির্ভর করছে সংসদের সচিবালয়ের সিদ্ধান্তের উপর।

উল্লেখ্য, ২০১৯ সালে ১৩ এপ্রিল রাহুল বলেছিলেন, “দুর্ভাগ্যজনক যে দেশের বড় বড় চোরেদের পদবি মোদী।” এহেন মন্তব্য করায় রাহুলের বিরুদ্ধে সুরাট আদালতে মামলা করেন পূর্ণেশ মোদী। মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাট আদালত। পরদিনই রাহুলের সাংসদপদ খারিজ করে দেওয়া হয়। এরপর গুজরাট আদালতের দ্বারস্থ হন রাহুল। কিন্তু সেখানেও নিম্ন আদালতের রায় বহাল থাকে। তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। আর শীর্ষ আদালতেই বড়সড় স্বস্তি পেলেন রাহুল।