মসজিদ কর্তৃপক্ষের আর্জি খারিজ, জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর অনুমতি দিয়েছিল। সেইমতো শুক্রবার থেকে সমীক্ষা শুরু করেছে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। শুক্রবার মসজিদ কর্তৃপক্ষের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। যার ফলে জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষাতে আর কোনও আইনি বাঁধা রইলো না।
মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘এএসআইয়ের দাবি, তারা জ্ঞানবাপীর কোনও ক্ষতি ছাড়াই বৈজ্ঞানিক পদ্ধতিতে সমীক্ষা চালাবে। সুতরাং এরফলে জ্ঞানবাপীর ক্ষতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।’
এদিকে, সুপ্রিম কোর্টের রায়ের পর খুশির হাওয়া বেনারস জুড়ে। হিন্দু পক্ষ এই রায়ের ফলে বেজায় খুশি হয়েছে। তাঁরা রীতিমতো উদযাপন শুরু করে দিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরবেলা থেকে এএসআই জ্ঞানবাপীতে সমীক্ষা শুরু করে দিয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পরিমাণ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
এলাকায় মোতায়েন রয়েছে ৬ জন আইপিএস অফিসার এবং প্রায় ৫০০ পুলিশ। যান চলাচলও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।