Wednesday, January 14, 2026
Latestরাজ্য​

Sukanta Majumdar on Singur: ‘সিঙ্গুরে ফিরবে শিল্প, লাখো মানুষের কর্মসংস্থান হবে’, মোদীর জনসভার আগে বার্তা সুকান্তর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১৮ জানুয়ারি, রবিবার সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভার আগেই প্রস্তুতি খতিয়ে দেখতে সিঙ্গুরে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি শিল্প নিয়ে বড় রাজনৈতিক বার্তা দেন তিনি, “সিঙ্গুরে টাটাকে ফেরাবোই। শিল্প হবে। লাখ লোকের কর্মসংস্থান হবে।”

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই শাসক ও বিরোধী—সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচার করছে। সেই আবহেই প্রধানমন্ত্রীর সিঙ্গুর সফরকে ঘিরে বিজেপির তরফে জোর প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বুধবার সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার।

এদিন তিনি বাড়ি-বাড়ি ঘুরে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করেন। পাশাপাশি স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বিজেপি সূত্রে খবর, সভায় বড় সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতেই এই জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে।

সিঙ্গুরে শিল্প প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রীর সভার একেবারে সামনের সারিতে থাকবেন সিঙ্গুরের কৃষকরা। ইচ্ছুক-অনিচ্ছুক সব কৃষকই থাকতে পারেন। সাধারণ কৃষকরাও উপস্থিত থাকতে পারেন। ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার তৈরি হবে। সিঙ্গুরে তৈরি করা হবে শিল্প কারখানা।”

প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সিঙ্গুরের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে। প্রায় ১৫ বছর পরে আবারও শিরোনামে সিঙ্গুর। আলোচনায় উঠে এসেছে শিল্পায়ন, কৃষক, জমি অধিগ্রহণ ও কর্মসংস্থানের প্রশ্ন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরে শিল্প ফেরানোর বার্তা দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছে গেরুয়া শিবির, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।