Thursday, September 19, 2024
রাজ্য​

পরীক্ষাই না দিয়েও মিলেছে চাকরি, একাদশ – দ্বাদশের তালিকায় ভয়াবহ কারচুপি সামনে এল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার একাদশ – দ্বাদশের তালিকায় ভয়াবহ কারচুপির চিত্র সামনে এল। সুপ্রিম কোর্টের নির্দেশে বুধবার একাদশ – দ্বাদশের ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় ৯০৭ জনের নাম এবং রোল নম্বর রয়েছে। 

ধর্মতলায় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের দাবি, ‘বুধবার প্রকাশ করা তালিকায় এমন অনেকের নাম রয়েছে যাদের নাম মেধাতালিকা বা ওয়েটিং লিস্ট কোথাও ছিল না। অভিযোগ, অবৈধভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরা।’

উল্লেখ্য, বৃহস্পতিবার ৮৬৫ দিনে পড়েছে চাকরিপ্রার্থীদের আন্দোলন। তাদের অভিযোগ, ‘যারা চাকরি পেয়েছে তাদের অনেকেই পরীক্ষায় বসেনি। তাদের নাম লিস্টে ছিলো না। তাহলে তারা চাকরি পেল কিভাবে? সাদা খাতা জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছে। OMR শিট প্রকাশিত হলে কারচুপি ধরা পড়বে। অথচ আমরা যোগ্য হয়েও রাস্তায় বসে আছি। সরকার অযোগ্যদের চাকরি দিয়ে আমাদের রাস্তায় বসিয়েঠে রেখেছে।’