কেন্দ্র বলার পর ৩০০ টাকায় কোভিশিল্ড পাবে রাজ্যগুলি
পুণে: করোনার সেকেন্ড ওয়েভে লাগামহীন সংক্রমণ। এই আবহে টিকাকরণের উপর সবথেকে বেশি জোর দিয়েছে মোদী সরকার। সম্প্রতি টিকার দাম কমানোর কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। সেই প্রেক্ষিতে টিকার দাম কমালো সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।
রাজ্যগুলির জন্য কোভিশিল্ডের (Covishield) দাম কমানো হল। ডোজ পিছু কোভিশিল্ড টিকার দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হল। বুধবার বিকালে সেরামের সিইও আদর পুনাওয়ালা (Serum Institute of India’s CEO Adar Poonawalla) এই তথ্য জানিয়েছেন।
টুইটে আদর পুনাওয়ালা লিখেছেন, রাজ্যগুলির জন্য ডোজ পিছু টিকার দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হল। এতে রাজ্যগুলির কোটি কোটি টাকা সাশ্রয় হবে। এরফলে টিকাকরণ প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। অনেক জীবন বাঁচবে।
উল্লেখ্য, বুধবার বিকাল ৪টা থেকে ১৮ বছরের উর্দ্ধে সকলের জন্যে টিকা রেজিস্ট্রেশনের প্রক্রিয়াও শুরু হয়েছে। CoWIN ওয়েবসাইট এবং Arogya Setu অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করে নিতে পারবেন।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

