Sunday, December 14, 2025
আন্তর্জাতিক

করোনার বিরুদ্ধে আরও একটি শক্তিশালী টিকা ‘নোভাভ্যাক্স’

নিউ ইয়র্ক: মারণ করোনাভাইরাসকে মোকাবেলা করতে বিশ্বজুড়ে চাই টিকাকরণ। কিন্তু বিশ্বের সব দেশ এখনও পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন পাইনি। এর মধ্যেই সোমবার সুখবর দিল আমেরিকার টিকা প্রস্তুতকারী সংস্থা নোভাভ্যাক্স ইনকর্পোরেশন। সংস্থাটি জানিয়েছে, করোনার বিরুদ্ধে নোভাভ্যাক্স টিকা ৯০.৪ শতাংশ কার্যকরী।

নোভাভ্যাক্স ইনকর্পোরেশন বিবৃতি জারি করে জানিয়েছে, সম্প্রতি আমেরিকা এবং মেক্সিকো জুড়ে পরীক্ষা চালিয়েছে তারা। দেখা গিয়েছে ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। বিবৃতিতে নোভাভ্যাক্স বলেছে, আমেরিকা এবং মেক্সিকোর ১১৯টি শহরে ২৯ হাজার ৯৬০ জনের শরীরে নোভাভ্যাক্স প্রয়োগ করা হয়। তাতে নোভাভ্যাক্স কার্যকারি এবং সুরক্ষিত প্রমাণিত হয়। পরীক্ষার তৃতীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের মধ্যে মাঝারি এবং প্রবল ভাবে আক্রান্তদের মধ্যে এই টিকা ১০০ শতাংশ এবং সব মিলিয়ে ৯০.৪ শতাংশ কার্যকরী।

শীঘ্রই নোভাভ্যাক্সের উৎপাদনের চিন্তা-ভাবনা করেছে নোভাভ্যাক্স ইনকর্পোরেশন কর্তৃপক্ষ। সংস্থার প্রেসিডেন্ট স্ট্যানলি সি ইরেক জানিয়েছেন, চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করা হবে। ছাড়পত্র পেলে প্রতি মাসে ১০ কোটি এবং চলতি বছরের শেষে মাসে ১৫ কোটি টিকা উৎপাদন করা হবে।

ভারতে এই টিকা উৎপাদনের বরাত পেয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India)। অন্যান্য টিকার তুলনায় নোভাভ্যাক্সকে অতি শীতল তাপমাত্রায় রাখার প্রয়োজন নেই বলে জানা গেছে। ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটির মজুত করা যাবে। তাই সরবরাহের জন্য বিশেষ বন্দোবস্তের দরকার পরবে না এমনটাই জানিয়েছে নোভাভ্যাক্স কর্তৃপক্ষ।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।