Sanchar Saathi App: ফোনে সাইবার সুরক্ষা অ্যাপ ‘সঞ্চার সাথী’ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল রাখতে হবে, স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে নির্দেশ টেলিকম মন্ত্রকের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন ফোনে সাইবার সুরক্ষা অ্যাপ ‘সঞ্চার সাথী’ বাধ্যতামূলকভাবে প্রি-ইনস্টল করে রাখতে হবে। স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে এমনটাই নির্দেশ দিল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। ব্যবহারকারীরা এই অ্যাপ ফোন থেকে ডিলিট বা নিষ্ক্রিয় করতে পারবেন না।
স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলিকে ৯০ দিনের মধ্যে নতুন ডিভাইসগুলোতে সঞ্চার সাথী বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবে। সেটা সরকারকেও নিশ্চিত করতে হবে। আর যেসব ফোন ইতিমধ্যেই মার্কেটে বিক্রি হচ্ছে, সেগুলিতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপটি যুক্ত করতে হবে।
এই নির্দেশ জনসমক্ষে প্রকাশ করা হয়নি; নির্দিষ্ট কিছু কোম্পানিকে ব্যক্তিগতভাবে পাঠানো হয়েছে বলে খবর।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে চালু হওয়া সঞ্চার সাথী অ্যাপ ইতিমধ্যেই ৭ লাখের বেশি হারানো ফোন উদ্ধার করতে সাহায্য করেছে, যার মধ্যে শুধু অক্টোবরেই ৫০ হাজার ফোন ফিরে পাওয়া গেছে।
তবে অ্যাপলকে সরকারের বাধ্যতামূলক এই নির্দেশ মানতে অনাগ্রহী বলে খবর। যদিও এখনও পর্যন্ত অ্যাপল, স্যামসাং, শাওমি বা টেলিকম মন্ত্রক, কারও পক্ষ থেকেই এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ২ শিল্প বিশেষজ্ঞ জানিয়েছেন, কোম্পানিগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সরকারের এই নির্দেশ জারি হওয়ায় তারা উদ্বিগ্ন।
প্রত্যেক মোবাইলের স্বতন্ত্র ১৪ থেকে ১৭ সংখ্যার IMEI নম্বর সাধারণত চুরি হওয়া ফোনের নেটওয়ার্ক বন্ধ করতে ব্যবহৃত হয়। সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সন্দেহজনক কল সনাক্ত করতে পারবে, IMEI যাচাই করতে পারেন এবং চুরি হওয়া ফোন ব্লক করতে পারেন।
কেন্দ্রীয় সরকারের দাবি, এই অ্যাপ সাইবার হুমকি কমাতে সাহায্য করবে, হারানো ও চুরি হওয়া ফোন খুঁজে পেতে পুলিশের তদন্তে সহায়তা করবে এবং নকল ফোনের কালোবাজার রোধ করবে।


