Friday, April 19, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে ক্রমাগত বাড়ছে রোহিঙ্গা সন্ত্রাস, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিপাকে বাংলাদেশ সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে রোহিঙ্গা শিবির গুলোতে ক্রমাগত বাড়ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ। একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বিগ্ন হাসিনা সরকার। যার ফলে কার্যত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। গত কয়েকদিনে একের পর এক খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে আবার একজনকে অপহরণের ঘটনা।

জানা গেছে, রবিবার লেদার পাহাড়ি এলাকায় আলি হোসেনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসবাদীরা। তিনি পেশায় কৃষক। গরু চড়াতে গিয়েছিলেন। তাঁকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। পুলিশে খবর দিলে আলিকে হত্যার হুমকি দিয়েছে রোহিঙ্গা জঙ্গিরা।

বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, মায়ানমার সীমান্ত সংলগ্ন কক্সবাজারের টেকনাফে গত ৬ মাসে মুক্তিপণের জন্য অপহরণের ঘটনা ঘটেছে অন্তত ৬২ টি। এছাড়া গত এক বছরে কয়েকগুণ বেড়েছে মাদক পাচারের ঘটনা।

রোহিঙ্গা শিবিরের নিয়ন্ত্রণ নিতে চাইছে রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠী আরসা। এর জন্য গত এক বছরে কমপক্ষে ১২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়েও খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। সবমিলিয়ে রোহিঙ্গাদের নিয়ে অস্বস্তিতে বাংলাদেশ সরকার।