Vande Mataram Tableau: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে থাকছে ‘বন্দে মাতরম’ ট্যাবলো
কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রতি বছরের মতো এবারও দিল্লির প্রজাতন্ত্র দিবসে অংশ নিতে প্রস্তুতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ট্যাবলো নিয়ে। বাছাইয়ের প্রাথমিক পর্যায়ে ‘শর্টলিস্টে’ জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। যদিও চূড়ান্ত অনুমোদনের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে।
তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, ট্যাবলো কমিটির একাধিক দফা বৈঠকের পর মোট ১৭টি রাজ্যকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে। সেই তালিকায় পশ্চিমবঙ্গের নাম থাকায় আশাবাদী রাজ্য প্রশাসন।
পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি ডিরেক্টর ইনফরমেশন শাশ্বত দাঁ জানিয়েছেন, ‘বন্দে মাতরম’-এর সার্ধ শতবর্ষ উপলক্ষে এই বছর রাজ্যের তরফে ট্যাবলোর থিম হিসেবে ‘বন্দে মাতরম’-কেই প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের মূর্তি ট্যাবলোতে রাখার পরিকল্পনার কথাও জানানো হয়। প্রাথমিকভাবে ওই থিমে অনুমোদন মিলেছে বলে তিনি জানান। তবে প্রজাতন্ত্র দিবসের কয়েকদিন আগে চূড়ান্ত অনুমোদনের চিঠি আসবে বলেও স্পষ্ট করেছেন তিনি।
উল্লেখ্য, গত বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ট্যাবলো অনুমোদন পায়নি। শুধু তাই নয়, এর আগেও ২০২০ এবং ২০২২ সালে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্র। সেই প্রেক্ষাপটে এ বছর প্রাথমিক তালিকায় জায়গা পাওয়া রাজ্যের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।
এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গ। অনুমোদন মিললে দিল্লির রাজপথে আবারও রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বার্তা তুলে ধরবে পশ্চিমবঙ্গের ট্যাবলো।

