আপাতত রেপো রেটের হার থাকছে ৬.৫ শতাংশ: RBI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বস্তির খবর। বাড়লো না রেপো রেট (Repo Rate)। বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, আপাতত রেপো রেটের হার থাকছে ৬.৫ শতাংশ। যার ফলে গ্রাহকদের গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদ গুনতে হবে না।

জানা গেছে, আরবিআইর মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, অর্থনীতিতে চলমান গতি ধরে রাখতে আমরা ঋণের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। আপাতত রেপো রেট ৬.৫০ শতাংশ থাকছে।

তিনি আরও বলেন, ২০২৩-২৪ সালে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে থাকতে পারে বলে জানান শক্তিকান্ত দাস।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৬.১ শতাংশ এবং শেষ ত্রৈমাসিকে কমে গিয়ে দাঁড়ায় ৫.৯ শতাংশে।