রাজস্থানে বিধায়কদের জন্যে ২৬৬ কোটির ফ্ল্যাট বানাচ্ছে কংগ্রেস
জয়পুর: মারণ করোনাভাইরাসের জেরে কার্যত থেমে গিয়েছে জনজীবন। কঠিন পরিস্থিতিতে অনেকেই দু’বেলা দু’মুঠো খেতে পারছেন না। এই পরিস্থিতিতে মোদী সরকারের স্বপ্নের প্রকল্প সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নিয়ে কংগ্রেস-সহ বিজেপি বিরোধী দলগুলি সোচ্চার হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই প্রকল্পের বিরোধিতা করে আদালতের দ্বারস্থও হয়েছিলেন। কংগ্রেস সাংসদ শশী থারুর এই প্রজেক্টকে ‘ক্রিমিনাল ওয়েস্টেজ’ আখ্যা দিয়ে প্রকল্পটি বন্ধের দাবি জানান।
কংগ্রেস সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের বিরোধিতা করলেও রাজস্থানের কংগ্রেস সরকার বিধায়কদের জন্য ১৬০টি বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করছে। যা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।
রাজস্থান আবাসন বোর্ড সৃত্রে খবর, বিধায়কদের জন্য ১৬০টি বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের প্রকল্প রাজস্থান আবাসন বোর্ডের অধীনে শুরু হয়েছে। এই নির্মাণের জন্য বরাদ্দ মোট ২৬৬ কোটি টাকা। প্রতিটি ফ্ল্যাট হবে ৩,২০০ বর্গফুট। এতে ৪ টি শয়নকক্ষ এবং পৃথক পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। রাজস্থান বিধানসভার সামনেই চলছে এই নির্মাণ কাজ।
জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ ১৬৬টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব করেছিল। কিন্তু রাজস্থান আবাসন বোর্ড ১৬০টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। প্রকল্পটি ৩০ মাসের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে রাজস্থান আবাসন বোর্ড নির্ধারিত সময়ের আগেই নির্মাণ শেষ করবে বলে আশা করছে।
এই প্রকল্প সম্পর্কে জানতে চাইলে, রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ সিং দোতসরা বলেন, আইন মেনে কাজ করা হচ্ছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

