Wednesday, November 26, 2025
দেশ

২ বছরের কারাদণ্ডের জের, খারিজ রাহুল গান্ধীর সাংসদ পদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুরাট জেলা আদালত, রাহুল গান্ধীকে দু’বছরের কারাদণ্ড দিয়েছে। যার ফলে শুক্রবার রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বৃহস্পতিবার সুরাট জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “দেখা যাচ্ছে যারাই দুর্নীতি করছেন তাদেরই পদবী মোদী। নীরব মোদী মোটা অঙ্কের টাকা লুঠ করে বিদেশে পালিয়েছেন। আর যিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দু’জনই একই রাজ্যের।”