Wednesday, November 19, 2025
Latestখেলা

ইন্দোরে ২ অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারকে শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত আকিল খান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে ভারতে আইসিসি মহিলা বিশ্বকাপ চলছে। এর মধ্যে ইন্দোরে ঘটে গেল এক নিন্দনীয় ঘটনা। বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের দুই সদস্য যখন হোটেল থেকে হাঁটতে হাঁটতে একটি ক্যাফের দিকে যাচ্ছিলেন। তখন এক বাইক আরোহী তাদের অনুসরণ করে এবং তাদের শরীরে হাত দেয় বলে অভিযোগ।

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (Cricket Australia) এক বিবৃতিতে জানিয়েছে, “অস্ট্রেলিয়ান মহিলা দলের দুই সদস্যকে এক মোটরসাইকেল আরোহী অশালীন স্পর্শ করেছে। নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

ঘটনাটি ঘটেছে ইন্দোরের খজরানা রোড এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, দুই ক্রিকেটার র‍্যাডিসন ব্লু হোটেল থেকে একটি নিকটবর্তী ক্যাফের দিকে যাচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি মোটরসাইকেলে এসে তাদের পিছন থেকে অনুসরণ করতে থাকে, এবং এক পর্যায়ে এক ক্রিকেটারকে অশালীনভাবে স্পর্শ করে পালিয়ে যায়।


অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স ওই সময়ে এক খেলোয়াড়ের কাছ থেকে লাইভ লোকেশনসহ বিপদ সংকেত (এসওএস) পান সকাল ১১টা ০৮ মিনিটে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে জানান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই খেলোয়াড়কে নিরাপদে হোটেলে নিয়ে যায়।

ইন্দোর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ব্রাঞ্চ) রাজেশ দান্ডোতিয়া জানান, “অস্ট্রেলিয়ান দলের পক্ষ থেকে অভিযোগ পাওয়া মাত্রই আমরা মামলা দায়ের করি। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তার নাম আকিল খান। তার বিরুদ্ধে আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে।”

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব দেবজিত সাইখ্যা ঘটনাটিকে ‘অত্যন্ত নিন্দনীয় হলেও বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ভারত আতিথেয়তার জন্য পরিচিত দেশ। এই ধরনের ঘটনার কোনো স্থান নেই। মধ্যপ্রদেশ পুলিশ যে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে, তা প্রশংসনীয়। প্রয়োজনে আমরা নিরাপত্তা প্রোটোকল আরও শক্তিশালী করব।”

এই ঘটনার পর বিশ্বকাপ চলাকালীন অংশগ্রহণকারী দলগুলির নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করার উদ্যোগ নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ঘটনার তদন্ত চলছে। ইন্দোর পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।