Tuesday, November 18, 2025
Latestদেশ

২৬ সেপ্টেম্বর বিহারের ৭৫ লাখ মহিলার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেবেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২৬ সেপ্টেম্বর মহিলা রোজগার যোজনার আওতায় বিহারের মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন। তাঁরা যাতে তাঁদের পছন্দের ব্যবসা শুরু করতে পারেন সেজন্য সহায়তা করার জন্য প্রথম কিস্তি হিসেবে মোট ৭,৫০০ কোটি দেওয়া হবে। অগ্রগতি মূল্যায়নের জন্য ৬ মাসের পর্যালোচনার পর, যোগ্য মহিলারা ২ লাখ পর্যন্ত অতিরিক্ত অনুদান পেতে পারেন।

সরকারি বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি বিহারের ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে হস্তান্তর করবেন।

এই প্রকল্পের লক্ষ্য হল কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, বিশেষ করে গ্রামীণ মহিলাদের জন্য, যার ফলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং বিহারের অর্থনীতিকে শক্তিশালী করা। গ্রামীণ উন্নয়ন সচিব লোকেশ কুমার সিং সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কাছে চিঠি লিখেছেন যাতে জেলা, ব্লক, ক্লাস্টার স্তরের ফেডারেশন এবং গ্রাম সংগঠন স্তরে জীবিকা স্বনির্ভর গোষ্ঠীর (SHG) অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলাদের অথবা যাদের আয়ের স্থায়ী উৎস নেই তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই ১৮-৬০ বছর বয়সী, একক পরিবারের সদস্য হতে হবে। অবিবাহিত প্রাপ্তবয়স্ক মহিলারা যাদের বাবা-মা আর বেঁচে নেই তারাও যোগ্য হবেন।