Tuesday, December 16, 2025
দেশ

২৪ জুন জম্মু–কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: ২৪ জুন, বৃহস্পতিবার জম্মু–কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরে এটাই কেন্দ্রের তরফে প্রথম শীর্ষস্থানীয় রাজনৈতিক বৈঠক। জানা গিয়েছে, নয়াদিল্লিতেই অনুষ্ঠিত হবে এই বৈঠক। বৈঠকে কেন্দ্রশাসিত অঞ্চলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা-নেত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা-নেত্রীদের ইতিমধ্যেই এই বৈঠক সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে সরকারি ভাবে এখনও কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি বলে খবর। উপত্যকার একাধিক রাজনৈতিক দল এই বৈঠকের কথা স্বীকার করেছে। উপত্যকার বর্ষীয়ান এক নেতা বলেছেন, আগামী সপ্তাহে বৈঠকের বিষয়ে শুনেছি। সরকারের তরফে আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি।

এদিকে, শুক্রবারই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক সেরেছেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং সহ শীর্ষ সুরক্ষা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে। ওই বৈঠকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, চলতি বছরের নভেম্বর কিংবা আগামী বছরের শুরুতেই উপত্যকায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৈঠকে সেই বিষয়েই হয়তো আলোচনা হতে পারে। সূত্রের খবর, এখনও পর্যন্ত বেসরকারিভাবে ৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত ১৬টি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। এ প্রসঙ্গে মেহবুবা মুফতি জানিয়েছেন, বেসরকারি ভাবে আমন্ত্রণ পেয়েছি। এ বিষয়ে আলোচনা করছেন তারা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।