প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আরএসএসের অনুষ্ঠানে মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বাধীনতার পর এই প্রথমবার কোনও প্রধানমন্ত্রী প্রকাশ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর কোনও অনুষ্ঠানে যোগ দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার নাগপুরের রেশমিবাগে আরএসএস সদর দপ্তরের নিকট স্মৃতি মন্দির দর্শন করেন এবং সংঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারকে শ্রদ্ধা জানান।
আরএসএসের প্রতিপদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে। দীর্ঘকাল ধরে সংঘের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি কখনও আরএসএসের কোনও আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত হননি। তাঁর এই অংশগ্রহণ সংঘ ও রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও।
এ বছর সংঘ তার শতবর্ষ উদযাপন করছে, যার ফলে বছরভর নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী হেডগেওয়ারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংঘ পরিচালিত একটি চক্ষু চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্বাধীনতার পর থেকে তিনবার নিষিদ্ধ সংগঠনের তকমা পেয়েছে আরএসএস। তবে এই প্রথমবার কোনও প্রধানমন্ত্রী সংঘের অনুষ্ঠানকে স্বীকৃতি দেওয়ায় রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এই উপস্থিতি আরএসএস ও ভারতীয় জনতা পার্টির সম্পর্ককে আরও দৃঢ় করার ইঙ্গিত দিচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
এমন ঐতিহাসিক মুহূর্তে মোদির উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক দিক থেকে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে। তবে একথা স্পষ্ট যে, আরএসএসের শতবর্ষ উদযাপনের সূচনাতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এক নতুন অধ্যায়ের সূচনা করল।


