RDI Fund : গবেষণা ও উদ্ভাবনে নতুন দিগন্ত, ১ লাখ কোটি টাকার আরডিআই তহবিলের উদ্বোধন প্রধানমন্ত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশে গবেষণা ও উদ্ভাবনের (Research and Innovation) ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে ১ লাখ কোটি টাকার বিশেষ তহবিলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘এমার্জিং সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন কনক্লেভ’-এর উদ্বোধনী অধিবেশনে এই তহবিলের উদ্বোধন করেন মোদী।
এই তহবিলের লক্ষ্য, ভারতের গবেষণা ও প্রযুক্তি খাতে বেসরকারি সংস্থাগুলিকে আরও সক্রিয় করে তোলা এবং উদ্ভাবনমূলক প্রকল্পে বিনিয়োগের পরিবেশ তৈরি করা। প্রধানমন্ত্রী বলেন, “ভারত এখন আর শুধু ভোক্তা নয়, উদ্ভাবনের কেন্দ্র হিসেবেও বিশ্বের সামনে আত্মপ্রকাশ করছে।”
কনক্লেভে নীতি নির্ধারক, উদ্ভাবক, বিজ্ঞানী এবং শিল্প বিশেষজ্ঞদের উপস্থিতিতে সরকারের ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্যপথে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারতের বিজ্ঞানীদের সাফল্যকে তুলে ধরতে একটি ‘কফি টেবিল বুক’ প্রকাশ করেন। পাশাপাশি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করা হয়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই আরডিআই তহবিলের অর্থ গবেষণা অবকাঠামো উন্নয়ন, উদ্ভাবনী স্টার্টআপ এবং শিল্প-বিশ্ববিদ্যালয় যৌথ প্রকল্পগুলির উন্নয়নে ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের তরুণ গবেষক ও উদ্ভাবকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং ভারতকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভর ভারত প্রতিষ্ঠায় সহায়ক হবে।


