Sunday, January 11, 2026
Latestদেশ

পহেলগাঁও হামলায় জড়িত ২ জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার সঙ্গে জড়িত দুই কাশ্মীরি জঙ্গির বাড়ি ধ্বংস করলো নিরাপত্তা বাহিনী!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পুলওয়ামার আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালাতে যায় বাহিনী। বাড়িতে কাউকে পাওয়া না গেলেও সন্দেহজনক কিছু সরঞ্জাম নজরে আসে। তড়িঘড়ি বাহিনী বেরিয়ে আসার পরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তে ধ্বংস হয়ে যায় আসিফের বাড়ি।

এই হামলার নেপথ্যে অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে আদিল ঠোকরের নাম, যাকে আদিল গুরি বলেও চেনে অনেকে। ২০১৮ সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল সে। গোয়েন্দাদের মতে, পহেলগাঁওয়ে হামলার দিন চার জঙ্গিকে পথ দেখিয়ে সাহায্য করেছিল আদিল। শুক্রবার সকালে বিস্ফোরণে গুঁড়িয়ে যায় তার অনন্তনাগের বাড়িও।

সেই ভয়াবহ হামলার ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে। বৈসরণ ভ্যালি রিসর্টে ঢুকে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় চার জঙ্গি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ধর্মীয় পরিচয় দেখে টার্গেট করা হয় অমুসলিমদের। হামলার দায় স্বীকার করেছে লস্কর ই তৈবার সহযোগী সংগঠন টিআরএফ (The Resistance Front)।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি বিশেষ তাৎপর্যপূর্ণ—“যারা দেশ বিরোধী কাজ করে, তাদের রেহাই নেই। শাস্তি হবেই।” একদিনের মধ্যেই তার প্রতিফলন দেখা গেল কাশ্মীর উপত্যকায়। জঙ্গিদের আশ্রয়স্থল এবার তাদেরই কবর হয়ে উঠল।

ঘটনার মূল পয়েন্ট:

  • পহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করেছে টিআরএফ।
  • হামলায় জড়িত দুই কাশ্মীরি জঙ্গি—আসিফ শেখ ও আদিল ঠোকর।
  • বিস্ফোরণে ধ্বংস হল দুই জঙ্গির বাড়ি।
  • প্রধানমন্ত্রী মোদীর কড়া বার্তার পরই অভিযান।
  • হামলার সময় ধর্মীয় পরিচয় দেখে টার্গেট করার অভিযোগ।