Monday, November 17, 2025
Latestআন্তর্জাতিক

নেতানিয়াহুকে ফোন করে ইসরায়েলের প্রতি সমর্থন জানালেন নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সদ্য নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো ইসরায়েলের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এই তথ্য জানিয়েছে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া নেতানিয়াহুকে ফোন করে ইসরায়েলের প্রতি তাঁর সমর্থন জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, মাচাদো গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে স্বাগত জানিয়েছেন। এছাড়া তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের প্রচেষ্টারও প্রশংসা করেন। তিনি ইরানকে ইসরায়েল ও ভেনেজুয়েলা জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন।

নেতানিয়াহু মাচাদোকে নোবেল জয়ের জন্য অভিনন্দন জানান। গণতন্ত্র ও শান্তি প্রচারে মারিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এর আগে মারিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে তিনি ইসরায়েলে ভেনেজুয়েলার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরিত করবেন, যা তাকে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি এবং ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জাইর বলসোনারো সহ অন্যান্য লাতিন আমেরিকান নেতাদের সাথে একত্রিত করবে।

মারিয়া দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং নেতানিয়াহুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে আসছেন। ভেনেজুয়েলার বর্তমান সরকারের বিপরীতে অবস্থান নিচ্ছেন তিনি। রয়টার্স